সারাদেশ

ময়মনসিংহে জুয়ার আসর ভেঙ্গে দিয়ে তা আগুনে পুড়িয়ে দেওয়া হয়

  প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২২ , ৯:২৬:৪৭ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।পরানগঞ্জ ইউনিয়নের ভিতরে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে তা আগুনে পুড়িয়ে ও ভেঙে গুড়িয়ে দিয়েছেন কোতোয়ালী মডেল থানায় পুলিশ

গত মঙ্গলবার রাত্রি ২ ঘটিকায় সময় ময়মনসিংহ সদর উপজেলা ৪নং পরানগঞ্জ ইউনিয়নের বীর বওলা গ্রামে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ পিপিএম (বার),এর নেতৃত্বে একটি টীম ওই অভিযান পরিচালনা করে দীর্ঘস্থায়ী জুয়ার আসর জুয়াবিরোধী কঠোর পদক্ষেপ নিয়েছে কোতোয়ালি থানা পুলিশ ।

জুয়ার আসর পরিচালনা করছে স্হানীয় প্রভাবশালী একটি মহল। সাংবাদিক সোহেল এর তথ্যের এক ঘন্টার মধ্যে সংবাদ পেয়ে মঙ্গলবার রাত্রি ২ ঘটিকা সময় সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়ি ও আসর পরিচালনা কারীরা ঘটনাস্থল থেকে দৌড়িয়া পালিয়ে যায়। পরে বাগানের ওই জুয়ার আসর ভেঙ্গে দিয়ে তা আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ পিপিএম (বার), বলেন, তরুণ সমাজকে মাদক জুয়া এবং অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত রাখা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এ জুয়ার আসরের সাথে যারা জড়িত রয়েছে তাদের আইনের আওতায় আনা হবে।

পুলিশের এ অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

আরও খবর

Sponsered content