প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৪ , ৬:০৪:৩৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।জাতিসংঘের তদন্ত দলের প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ পুলিশের সংস্কার আনা হবে বলে জানিয়েছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।রোববার সচিবালয়ে নিজ দপ্তরে তিনি এ কথা বলেন।
পুলিশের যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি প্রকাশিত হয়েছে,সেই ভিডিও দেখার পর পুলিশ বাহিনীকে কোনোভাবে সংস্কার সম্ভব কি না কিংবা মানুষের আস্থা ফেরানো সম্ভব কি না,এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসবে, আপনারা যদি তাদের কার্যপরিধি দেখেন,সেখানে উল্লেখ আছে এই ঘটনা যাতে আর কখনো না ঘটে,সে জন্য সিকিউরিটি রিফর্মস কী কী নিতে হবে,সেগুলোর ব্যাপারেও তারা আমাদের বলবে।এ ছাড়া একটা পুলিশ কমিশনের কথা বলা হয়েছে।এগুলোর উদ্দেশ্যই হচ্ছে যা ঘটে গেছে,সেটা তো আমরা আনডু করতে পারব না।যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’
রিজওয়ানা আরও বলেন, ‘আমরা ছোটবেলায় পড়েছিলাম, দুষ্ট লোকেরা পুলিশ দেখলে ভয় পায়।কিন্তু আমরা এমন একটা সমাজে বাস করেছি যে ভালো লোকেরাই পুলিশকে দেখলে ভয় পায়।পুলিশ যে মানুষের বন্ধু,এটা প্রমাণ করা এখনো সম্ভব হয়নি।পুলিশ হয় এই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে,না হয় ওই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে।বাংলাদেশের পুলিশ আর তাদের হয়ে ওঠা হয়নি।পুলিশের মধ্যেও কিন্তু পরিবর্তনের একটা বিশাল তাড়া আছে।তারা বুঝতে পারছে, জনগণের কাছে তাদের গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করতে অনেক কাজ করতে হবে।’
উপদেষ্টা আরও বলেন, ‘আপনি ১৮৬১ সালের ব্রিটিশ আমলের পুলিশ আইন দিয়ে স্বাধীন বাংলাদেশের পুলিশ চালাচ্ছেন।ব্রিটিশরা কী বাংলাদেশে এসেছিল জনমুখী একটা পুলিশ দিতে? তা তো তারা আসেনি।সবকিছুই আলোচনা হয়েছে, পুলিশ কমিশন যখন হবে,যখন জাতিসংঘের প্রস্তাবগুলো আমরা পাব,সবাইকে নিয়ে আলোচনা করে কেমন করে একটা জনমুখী পুলিশ গড়ে তুলতে পারি,সেটাই আমাদের ইচ্ছা।’