বিনোদন

বিভ্রান্তিমুলক প্রচারণার জন্য ফারিণের ওপর ক্ষিপ্ত হয়েছেন তার ভক্তরা

  প্রতিনিধি ১৪ জুন ২০২৩ , ৫:৪৩:৫৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বর্তমান সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ গত শুক্রবার (৯ জুন) অগোছালো ভাবে হঠাৎ করেই লাইভে আসেন।এসময় নির্মাণাধীন এক রাস্তায় কথাবার্তার এক ফাঁকে ফারিণ জানান তিনি তার বোনকে খুঁজছেন।ফারিণের এই লাইভ সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত ভাইরাল হয়ে যায়।কমেন্টবক্সেও দর্শকরা ফারিণ ও তার বোন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন।তবে ফারিণ সেদিন কোনো প্রশ্নের উত্তর না দিলেও পরবর্তীতে জানা যায় এটি ছিল নিছক একটি প্রচারণা।

এদিকে বিভ্রান্তিমুলক প্রচারণার জন্য ফারিণের ওপর ক্ষিপ্ত হয়েছেন তার ভক্তরা।তারা এমন ‘লেইম’ বা ‘সস্তা’ প্রচারণার নিন্দাও জানিয়েছেন।অন্তত এই ধরনের মন্তব্যে নেটিজেনরা এমনটাই বলছেন।

ফারিণের উদ্দেশে অনেকেই বাঘের গল্পটি মনে করিয়ে দেন। এক ভক্ত লিখেছেন,প্রথম তো ভেবেছিলাম সত্যি ঘটনা,পরে দেখি নাটকের শুটিং।যখন এ রকম সত্যি একটা বিপদে পড়বেন,আর তখন যদি লাইভে এসে এই রকম নেকামি কান্না করেন তখন মানুষ সত্যিটা ভেবে হাসি-তামাশা করবে।

অন্য একজন লিখেছেন,জীবনে একদিন এমন বিপদে পড়বেন,সেদিন হাজার কান্না করেও সাহায্য পাবেন না। মনে রাখবেন কথাটা। এমন নানা মন্তব্যে ফারিণের সমালোচনা করছেন।

প্রসঙ্গত,এই ঘটনার পরদিন শনিবার (১০ জুন) ফারিণ তার স্ট্যাটাসে কিছু ছবি শেয়ার করেছেন।সেখানে তিনি লিখেছেন ‘আমার বোনকে কি সত্যিই খুঁজে পাব?’ এই বাক্যটির পরই তিনি লিখেছেন ‘এই ঈদে আসছে ‘নিকষ’ দীপ্ত প্লে’তে।

আরও খবর

Sponsered content