প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৩৬:০৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।ব্যক্তিগত আক্রোশকে কেন্দ্র করে কোনও কোনও বিচারকের বিরুদ্ধে কোনোরকমের তদন্ত বা অনুসন্ধান ব্যতিরেকেই ঢালাওভাবে নানাবিধ অভিযোগ করা হচ্ছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধস্তন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এ অভিযোগ তুলেছে।
সংগঠনের সভাপতি মো. জাকির হোসেন (গালিব) এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়,বর্তমান প্রেক্ষাপটে,কিছুদিন যাবত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন লক্ষ্য করছে যে,সারা দেশে বিভিন্ন জায়গায় বিচারকদের সঙ্গে বিভিন্ন পক্ষ এবং গোষ্ঠী অসৌজন্যমূলক ও অনভিপ্রেত আচরণ করছে।কোনও কোনও ক্ষেত্রে ব্যক্তিগত আক্রোশকে কেন্দ্র করে কোনও কোনও বিচারকের বিরুদ্ধে কোনোরকমের তদন্ত বা অনুসন্ধান ব্যতিরেকেই ঢালাওভাবে নানাবিধ অভিযোগ করা হচ্ছে।
এতে বলা হয়,দেশের বর্তমান প্রেক্ষাপটে বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন এমন পরিবেশ রক্ষা করা সবার দায়িত্ব।কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি দেশের কোথাও কোথাও বিচারকের ওপরে চাপ প্রয়োগ করে আদেশ নেওয়ার চেষ্টা করা হচ্ছে।যা কোনোভাবেই কাম্য নয়।এ বিষয়ে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন নিন্দা জানাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রয়োজনীয় নির্দেশনা জারি এবং এমন ঘটনার পুনরাবৃত্তির ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধসহ সদয় দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
তাই জনবান্ধব ও আস্থাশীল একটি স্বাধীন বিচার ব্যবস্থা গড়ার মাধ্যমে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবাইকে বিচার বিভাগকে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছে সংগঠনটি।