অর্থনীতি

বাংলাদেশে রিজার্ভ-সংকট মোকাবিলায় চীনের নতুন প্রস্তাব আসবে-চীনের রাষ্ট্রদূত,ইয়াও ওয়েন

  প্রতিনিধি ৪ জুলাই ২০২৪ , ৪:৪৩:৫৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন,রিজার্ভ-সংকট মোকাবিলায় বাংলাদেশ সহযোগিতা চেয়ে চীনকে নতুন প্রস্তাব দিয়েছে।প্রধানমন্ত্রীর চীন সফরে এ নিয়ে নতুন ঘোষণা আসবে।

বৃহস্পতিবার (৪ জুলাই) কূটনীতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ইয়াও ওয়েন বলেন,প্রধানমন্ত্রীর চীন সফরে এ দেশের অবকাঠামো উন্নয়ন,বিনিয়োগ বৃদ্ধি,বাণিজ্য সম্প্রসারণ,কৃষি সহযোগিতা,ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট,ডিজিটাল ইকোনোমি,শিক্ষা, গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।এছাড়া দুই দেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। আবার রোহিঙ্গা সংকট আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনা রাষ্ট্রদূত বলেন,এ নদী বাংলাদেশের নদী।অতএব তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে।যে কোনো সিদ্ধান্ত আমরা সম্মান করবো। তিস্তা নিয়ে প্রস্তাব দিয়েছিলাম আমরা।আমরা এখনো বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

তিনি বলেন,বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা নিয়ে সম্ভাব্যতা যাচাইয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল।আমরা সেটা সম্পন্ন করি। যে পক্ষই এ প্রকল্পে কাজ করুক,দ্রুত শেষ হোক সেটা আমরা চাই।উত্তরের সমস্যার দ্রুত সমাধান হোক সেটা আমরা চাই।আর তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে রাজি আছে চীন।

চীনা রাষ্ট্রদূত আরও বলেন,বাংলাদেশকে উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে দেখে চীন।এ ধারাবাহিকতায় উন্নয়ন চলতে থাকলে আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় হবে ৪ হাজার ডলার।আন্তর্জাতিক নানা ইস্যুতে বাংলাদেশ ও চীনের দৃষ্টিভঙ্গি একই। ফলে আমাদের সম্পর্কের একটি কমন জায়গা রয়েছে।

আরও খবর

Sponsered content