প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৪ , ২:৩৪:২৮ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক রিপোর্ট।।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনা সরকারের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে রাজনৈতিক অস্থিরতার কারণে যেসব হিন্দুরা আক্রমণের শিকার হয়েছেন,তাদের নিরাপত্তা নিয়ে ১৪০ কোটি ভারতীয় উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলেক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির রাজধানীতে লালকেল্লায় দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন মোদি।
ভারতীয় এনডিটিভির প্রতিবেদনে বলা হয়,প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ থাকবে বলে মনে করেন মোদী।তিনি আশা করেনদ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।সংখ্যালঘু,হিন্দুরা নিরাপদে থাকবেন। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার হবে ভারত।
এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা।
তার ক্ষমতাচ্যুতের পরবর্তী সময়ে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার খবর ছড়িয়ে পরে।
যদিও বেশিরভাগ হামলা ছিল রাজনৈতিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার অনেক খবর গুজবও ছিল।