প্রতিনিধি ৭ আগস্ট ২০২২ , ১২:১২:১৬ প্রিন্ট সংস্করণ
ডেস্ক রিপোর্ট:-কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের মেড্ডা আল মতিনিয়া মাদ্রাসার ছাত্রের মৃত্যু কি হুজুরের বেতের আঘাতে হয়েছে? নাকি অন্য কোন কারণে মারা গেছে সেটার সঠিক তদন্তে প্রশাসন প্রকৃত হত্যাকারী বের করার চেষ্টা চলছে।
মৃত ছাত্র শিহাবের প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় যে, তাকে হুজুর বেতের আঘাত এর পর সে অসুস্থ হয়ে যায় এবং হুজুর তার চিকিৎসাও করান তার পর মাদরাসা থেকে শিহাবের পিতাকে ডেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
প্রতিবেশীরা জানান শিহাব বাড়িতে এসে সুস্থ হয় এবং গরুর জন্য ঘাস ও কাটে।
প্রতিবেশীরা আরও বলেন যে, তার মা নেই সৎ মা আছে ঘরে।
অসুস্থতা দেখে চিকিৎসার জন্য হসপিটালে নেওয়া হয় এবং ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।