Uncategorized

বগুড়ায় নকল সোনার মূর্তিসহ প্রতারক আটক

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২২ , ৭:৩৪:৫৮ প্রিন্ট সংস্করণ

বগুড়া জেলা প্রতিনিধি:-বগুড়া জেলার দুপচাঁচিয়া থানা হতে প্রতারনার অভিযোগে ০১ টি নকল স্বর্ণের মূর্তিসহ এক কালোবাজারিকে আটক করেছে র‌্যাব-১২।

র‌্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন আক্কেলপুর রোডস্থ মর্তুজাপুর এলাকায় ০১ জন প্রতারক নকল সোনার মূর্তি হেফাজতে রেখে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার (২৭ আগষ্ট ২০২২) সাড়ে তিনটায় বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন আক্কেলপুর রোডস্থ মর্তুজাপুর ব্রীজের উত্তর পাশের
পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে কালোবাজারি মোঃ ভুট্টু মিয়া ওরফে লেকির (৩২), পিতা-মৃত জয়বুল্লা মন্ডল, সাং-বারোইল মধ্যপাড়া, থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাটকে ০১ টি নকল স্বার্ণের মূর্তি ও মোবাইলসহ গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী দীর্ঘদিন যাবৎ নকল সোনার মূর্তিসহ বিভিন্ন ধরণের মূর্তি দ্বারা জনসাধারণকে প্রতারণা করে বড় অংকের টাকা হাতিয়ে নেয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়েছে ।

আরও খবর

Sponsered content