প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৪ , ৫:১৪:৫৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে পুননিয়োগ পেয়েছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) কে এম শাখাওয়াত মুন।আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,পিআইবির পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) কে এম শাখাওয়াত মুনকে বদলিপূর্বক উপ-প্রেস সচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত,ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতায় পড়াশোনা করা কে এম শাখাওয়াত মুন পরবর্তী সময়ে ডেনিশ স্কুল অব জার্নালিজম,ডেনমার্ক থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন।