প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৪ , ৬:১১:০৮ প্রিন্ট সংস্করণ
বেনাপোল প্রতিনিধি।।ভারতে পাচারের সময় দুইটি স্বর্ণের বারসহ মেহেদী হাসান নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস।সোমবার সকালে বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশের সময় তাকে চেকপোস্ট কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা আটক করে।
আটক মেহেদী হাসান কুমিল্লা জেলার জগ চান্দিনা গ্রামের আব্দুল বাতেনের ছেলে।
বেনাপোল চেকপোস্ট শুল্ক গোয়েন্দার সদস্য আফজাল হোসেন ও রাসেদ হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে মেহেদী হাসানকে তল্লাশি করলে তার পায়ুপথ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়,যার ওজন ২৪৫ গ্রাম।
বাজার মূল্য আনুমানিক ২১ লাখ ৩৪ হাজার টাকা।
স্বর্ণ পাচারকারী মেহেদী হাসানকে বেনাপোল পোর্ট থানায় স্বর্ণ পাচার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তারা।