রাজনীতি

নগরকান্দায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নামাজে জানাযা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২২ , ৭:৫১:১৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধি : বংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ ,মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এম পির ১ম নামাজে জানাযা সোমবার সকাল সাড়ে ১১ টায় তার নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা সরকারি এম এন একাডেমী মাঠে অনুষ্ঠিত হয়েছে ।

জানাযার পূর্বে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কফিনে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এম পি,ফরিদপুর জেলা আওয়ামীলীগ, ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের নেতৃত্বে জেলা প্রশাসন,ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান এর নেতৃত্বে ফরিদপুর পুলিশ প্রশাসন, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগ,নগরকান্দা উপজেলা প্রশাসন,নগরকান্দা পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংগঠন ।

মরহুমার নামাজে জানাযায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন,ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামিম হক,সাধারন সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সংসদ উপনেতা সৈয়াদা সাজেদা চৌধুরীর কনিষ্টপুত্র শাহদাব আকবর চৌধুরী লাবু, সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল,আওয়ামী সৈনিক লীগের সভাপতি মেজর (অবঃ) আতমা হালিম,নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম জাহাঙ্গীর, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজি টুলু,নগরকান্দার সাবেক উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ,নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এ্যাডঃ জামাল হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ লিয়াকত আলী খান বুলু,সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল,সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ,সালথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারন সম্পাদক ফখরুজ্জামান ফকির মিয়া সহ হাজার হাজার মুসল্লী শরীক হয়।

জানাযার নামাজে ইমামতি করেন মুফতি ইসমাতুল্লাহ কাসেমী পীর সাহেব নগরকান্দা। জানাযা শেষে বনানী কবর স্থানে দাফনের জন্য মরহুমার লাশ ঢাকায় নিয়ে যাওয়া হয় ।

উল্লেখ্য যে মাননীয় সংসদ উপনেতা রবিবার রাত ১১ টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ।

আরও খবর

Sponsered content