আবহাওয়া বার্তা

দেশের ৩১টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে-আবহাওয়া অধিদপ্তর

  প্রতিনিধি ২৬ জুন ২০২৪ , ৩:১৬:৪১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ঢাকাসহ দেশের ৩১টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে,সারা দেশে আজ দিন এবং রাতের তামপাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। আগামীকাল ও পরশুও তাপমাত্রা হ্রাস পেতে পারে।

আজ বুধবার (২৬ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে,ঢাকা বিভাগের ১৩টি জেলা,রাজশাহীর ৮টি জেলা ও খুলনার ১০টি জেলাসহ মোট ৩১টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে,রংপুর,ময়মনসিংহ, ঢাকা,বরিশাল,চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এছাড়া বর্ধিত পাঁচ দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ও পাবনার ঈশ্বরদীতে ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস।আর গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮৫ মিলিমিটার।

আরও খবর

Sponsered content