প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২২ , ৫:৪৮:২৭ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী প্রতিনিধি।।পুলিশ সুপার পটুয়াখালী জনাব মোঃসাইদুল ইসলাম বিপিএম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার পটুয়াখালী জনাব আহম্মদ মাইনুল হাসান, সহকারী পুলিশ সুপার বাউফল সার্কেল জনাব শাহেদ আহম্মেদ চৌধুরী মহোদয়দের নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ দুমকি মোঃ আবদুস সালাম এর তত্বাবধানে এস আই সাকায়েত,এস আই রাজিব, পি এস আই ইব্রাহীম সংগীয় অন্যান্য অফিসার ফোর্স সহ চেকপোস্ট করা কালিন অদ্য ২/৯/২০২২ সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় দুমকি থানার পায়রা সেতুতে টোল প্লাজায় আসামি মোঃরুবেল সরদার (২৮) পিতা- রশিদ সরদার, সাংমুসলিমপাড়া ৪ নং ওয়াড, থানা- বাউফল, জেলা – পটুয়াখালী কে ৩৭৫৫( তি হাজার সাতশত পঞ্চান্ন) পিস ইয়াবা সহ গ্রেফতার করা হইয়াছে।তাহার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হইয়াছে।