প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৪ , ৪:১৮:৪৭ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৬৪ কর্মকর্তাকে বদলি ও বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।
বদলি ও সংযুক্ত হতে যাওয়া কর্মকর্তাদের মধ্যে দুই ডিআইজি,১৩ জন অতিরিক্ত ডিআইজি ও ৪৯ জন পুলিশ সুপার আছেন।সংযুক্ত কর্মকর্তাদের বেশিরভাগই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে বেশি সক্রিয় ছিলেন।
ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তা হলেন- হাইওয়ে পুলিশের আতিকা ইসলাম ও ড. মো. নাজমুল করিম খান।এদের মধ্যে আতিকাকে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত এবং নাজমুল করিমকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার করা হয়েছে।