জাতীয়

জেলা প্রশাসক সম্মেলনের সময়ের পরিধি এবার একদিন বাড়ানো হয়েছে

  প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৪ , ৪:১৪:১৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।দ্বাদশ সংসদ নির্বাচনের পর প্রথমবার অনুষ্ঠিত হতে যাওয়া জেলা প্রশাসক সম্মেলনের সময়ের পরিধি এবার একদিন বাড়ানো হয়েছে।

মন্ত্রিপরিষদের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব আমিন উল আহসান বলেন,৩ মার্চ থেকে শুরু হওয়া চারদিনের এই সম্মেলন শেষ হবে আগামী ৬ মার্চ।

মার্চের ৩ তারিখ থেকে শুরু হলেও আগের দিন ২ তারিখ নিজ কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠান প্রধানমন্ত্রীর কার্যালয়ে হলেও মূল অধিবেশন অনুষ্ঠিত হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে।

সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনাসামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়ার জন্য সাধারণত প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।

সাধারণত অন্যান্য বছর এই সম্মেলন তিনদিনের হয়ে থাকে।

প্রশাসনের কথাগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যাতে সময় নিয়ে মনোযোগ দিয়ে শুনতে পারে সেজন্য এবার সম্মেলনের সময়ের পরিধি একদিন বাড়ানো হয়েছে বলে সচিব আমিন উল আহসান জানান।তিনি বলেন, সম্মেলন উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ এখন বেশ ব্যস্ত সময় পার করছে।

এবারের সম্মেলনের বিশেষ দিক কী থাকছে জানতে চাইলে আমিন উল আহসান বলেন, “মাঠ প্রশাসনে কাজ করতে গিয়ে জেলা প্রশাসকদের অভিজ্ঞতা,সমস্যা ও সম্ভাবনাগুলো আলোচনা করতে এই সম্মেলন।

“সেই সাথে গত সম্মেলনে যেসব সিদ্ধান্ত হয়েছিল সেগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হবে।গত কয়েকটি সম্মেলন থেকে পাওয়া পরামর্শ ও অগ্রগতির বর্ণনা দিয়ে এবার একটি সাময়িকী প্রকাশ করা হবে।“

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে,সম্মেলনের সময় জেলা প্রশাসকরা একদিন সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন।

এছাড়া প্রধান বিচারপতির আমন্ত্রণে একটি অধিবেশনও অনুষ্ঠিত হবে।

চিকিৎসার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের বাইরে থাকায় এবার তার সঙ্গে জেলা প্রশাসকদের অধিবেশনটি নাও হতে পারে।

আরও খবর

Sponsered content