প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৪ , ৩:৫২:৫৬ প্রিন্ট সংস্করণ
বগুড়া প্রতিনিধি।।বগুড়ার কাহালু উপজেলায় শীতের মৌসুমে গম,ভুট্টা,সরিষা,শীতকালীন পিয়াজ,মুগ,মসুর,খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক,কৃষাণীর মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১১ নভেম্বর ২০২৪) সকাল ১০ ঘটিকায় কাহালু উপজেলা কৃষি সম্রাসারনের আয়োজনে,কৃষি অফিসার জান্নাতুল ফেরদৌস সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে উক্ত কার্যক্রম উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ,বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার নীল রতন দেব, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাসুদ রানা।
উল্লেখ্য ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় কাহালু উপজেলা ৪৩৯০ জন কৃষক, কৃষাণীদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ করা হবে।
পরে বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ আয়োজনে জাতীয় ইঁদুর নিধন ২০২৪ উদ্বোধন করা হয়।