প্রতিনিধি ১২ অক্টোবর ২০২২ , ১:১৫:৫৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।কাতারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক মো. নজরুল ইসলামকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি জসীম উদ্দীনের স্থলাভিষিক্ত হচ্ছেন।
বুধবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
নজরুল ইসলাম ১৫তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। তিনি এখন ইথিওপিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। সেখানে থেকেই সুদান, দক্ষিণ সুদান, বুরুন্ডি ও আফ্রিকান ইউনিয়নে (এইউ) অনাবাসিক রাষ্ট্রদূতেরও দায়িত্ব সামলাচ্ছেন নজরুল।
দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি রোম, কলকাতা, জেনেভাসহ বাংলাদেশের বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বিভিন্ন উইংয়েও কাজ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী নজরুল ইসলাম ফ্রান্স, নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ নিয়েছেন।
ব্যক্তিজীবনে নজরুল ইসলাম বিবাহিত এবং দুই সন্তানের জনক।