প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৪ , ৪:৩৩:৪৭ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক রিপোর্ট।।মহামারি করোনার সিনেমা-খরা কাটিয়ে সিনেমা হল চালুর পর আবারও নতুন করে নিজেকে ফিরে পেলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।বিশেষ করে গত বছর রোজার ঈদে যখন ‘লিডার—আমিই বাংলাদেশ’ মুক্তি পেল, এরপর থেকেই একটু একটু করে অভিনেতার ঘুরে দাঁড়ানোর পালা। আর সেই মাত্রাটা যেন পূর্ণতা পেল গত কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ দিয়ে।মুক্তির পরই দর্শকরা লুফে নেন সিনেমাটি।এরপর থেকেই ভক্তদের একের পর এক চমক দিয়ে যাচ্ছেন তিনি।এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব অভিনীত ‘রাজকুমার’।এটিও রয়েছে আলোচনায়।প্রশংসায় ভাসছেন অভিনেতা।হাতে রয়েছে ‘দরদ’ ও ‘তুফান’-এর মতো আরও দুটি বিগ বাজেটের সিনেমা। অন্যদিকে, একসময় যেমন ঈদে সিনেমা মুক্তি পেলে শাকিব ছুটে যেতেন সিনেমা হলে,এখন আর তেমনটাও দেখা যায় না তাঁকে।কেননা,সিনেমা মুক্তির পর অনেকটাই নির্ভার থাকেন তিনি,পাল্টেছেন সিনেমার প্রচারণার ধরনও।সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাসেই ব্যাপক সাড়া পান অভিনেতা। হইচই পড়ে যায় শাকিবিয়ানদের মাঝে।এবারের ঈদেও এমনটাই চিত্র।রাজকুমার ছবিটি মুক্তির পরই আলোচনায় উঠে এসেছেন শাকিব।তবে ঈদ উপলক্ষে সম্প্রতি দেওয়া তাঁর সাবেক স্ত্রী (শাকিবের মতে) শবনম বুবলীর একটি দীর্ঘ সাক্ষাৎকার নিয়ে নাকি বেশ বিব্রতই হয়েছেন তিনি।
কয়েক দিন আগে নাগরিক টিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন বুবলী।যেখানে তিনি তাঁর নিজের ঈদের সিনেমার পাশাপাশি শাকিব খানের সঙ্গে বিয়ে,আলাদা থাকা ও সন্তান বীরের প্রসঙ্গেও কথা বলেছেন।আর সেই সাক্ষাৎকারই মন খারাপ করে দিয়েছে শাকিবের।
ওই অনুষ্ঠানে শাকিবের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে বুবলীর ভাষ্য, ‘আমাদের ডিভোর্স হয়নি।আমি ও শাকিব আইনগতভাবে এখনও স্বামী-স্ত্রী।একটি দাম্পত্য সম্পর্কে অনেক ভুল বোঝাবুঝি হয়।আমরা টাইম নিচ্ছি।’
শাকিবের কাছ থেকে আলাদা থাকার ব্যাপারেও কথা বলেছেন বুবলী।তিনি বলেন, ‘মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে।আমরা আরও সময় নিচ্ছি।বাবা-মায়ের দূরত্বটা এখনও মনে করে না আমার সন্তান বীর।ও আমাদের বাবা-মা-ই মনে করে।আমাদের মাঝে মাঝে স্পেসও দেয়।ও বুঝে নেয়, বাবা-মা একসঙ্গে সময় কাটাচ্ছে।’
’
তবে শাকিবের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে,ওই সাক্ষাৎকার প্রকাশের পর থেকেই বুবলীর ওপর ক্ষুব্ধ শাকিব।এ প্রসঙ্গে ঘনিষ্ঠজনদের সঙ্গে অভিনেত্রীকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।শাকিবের মন্তব্য অনেকটা এ রকম—‘এদের কোনো কাজ নাই।আমি তো সবকিছু আগেই পরিষ্কার করে দিয়েছি।কেন এরা দুদিন পরপর নতুন ইস্যু বানায় এসব নিয়ে।আমি খুবই বিরক্ত।’
বুবলী কিংবা অপু বিশ্বাসকে নিয়ে মন্তব্য করলেও,এসব নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না শাকিব।জানা গেছে, আগামীকাল (১৫ এপ্রিল) থেকেই শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘তুফান’ চলচ্চিত্রের শুটিং।এতে অংশ নিতে এরইমধ্যে ইন্ডিয়ার উদ্দেশে উড়াল দিয়েছেন অভিনেতা। শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া সাতটার ফ্লাইটে দেশটির উদ্দেশে রওনা দেন তিনি।চেন্নাইয়ের রামুজি ফিল্ম সিটিতে টানা দুই সপ্তাহের মতো চলবে এর দৃশ্যধারণের কাজ।
প্রসঙ্গত,আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে রায়হান রাফী পরিচালিত এই নতুন ছবির।যেখানে শাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে ঢালিউডের মাসুমা রহমান নাবিলা ও টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে।এ ছাড়া সিনেমাটিতে কলকাতার যীশু সেনগুপ্ত অভিনয় করছেন বলেও গুঞ্জন রয়েছে।যদিও এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান চরকি,এসভিএফ কিংবা আলফা আইয়ের তরফ থেকে নিশ্চিত করা হয়নি।