জাতীয়

আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান

  প্রতিনিধি ৭ আগস্ট ২০২৪ , ৭:১৭:৪৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে সেনাসদরে বিফ্রিংয়ে এ তথ্য জানান তিনি।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টদের জন্য বাসভবন প্রস্তুত করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. রবিউল হাসানের সই করা এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা/উপদেষ্টাগণের জন্য প্রয়োজনীয় সংখ্যক বাসভবন প্রস্তুত রাখার জন্য অনুরোধ করা হলো।

আরও খবর

Sponsered content