অপরাধ-আইন-আদালত

আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী, গ্রেফতার- ৪

  প্রতিনিধি ২৬ আগস্ট ২০২২ , ৫:৪৯:৫১ প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:-বাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মো: আনিসুর রহমান মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব কামরুল ইসলাম, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: আসাদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রী সঞ্জয় কুমার সরকার এর সার্বিক সহযোগিতায় আখাউড়া থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, ছিনতাই প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) মোবারক আলম এর নেতৃত্বে একটি টিম গত ২৫/০৮/২০২২ইং তারিখ দুপুর অনুমান ১টা :৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া পৌরসভার অন্তর্গত সড়ক বাজার পুরাতন দোতলা মসজিদের বিপরিত পাশে স্টুডেন্ট লাইব্রেরীর সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক জাতীয় ৭ কেজি গাঁজা সহ ১। রুমানা বেগম(২৫), , স্বামী-আলেপ খান ,সাং- টানপাড়া (সোলেমান খান এর বাড়ি) , থানা- আখাউড়া, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, ২। তাছলিমা বেগম(২৩), , স্বামী- রাজন খান (বাবু) সাং- টানপাড়া (সোলেমান খান এর বাড়ি) , থানা- আখাউড়া, জেলা – ব্রাহ্মণবাড়িয়া এদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে।

অপর অভিযানে আখাউড়া থানার এএসআই (নিরস্ত্র) শাহজাহান সেখ এর নেতৃত্বে একটি টিম আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউপিস্থ, জয়পুর মুড়া আসামীর বাড়িতে অভিযান পরিচালনা করিয়া বিজ্ঞ আদালতের সিআর ১৮৯/২১ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী নুর আলম (বাবু) কে গ্রেফতার করা হয়েছে, পিতা- মৃত আঃ করিম, সাং- মনিয়ন্দ জয়পুর মুড়া, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

আরেক অভিযানে আখাউড়া থানার এএসআই (নিরস্ত্র) আজিজুর রহমান এর নেতৃত্বে একটি টিম আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ মসজিদপাড়া গ্রামে অভিযান পরিচালনা করিয়া বিজ্ঞ আদালতের জিআর-৫০২/২০ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মো: হেলাল মিয়া কে গ্রেফতার করা হয়েছে, পিতা- রফিক মিয়া, সাং- রাধানগর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

ওসি তদন্ত শ্রী সঞ্জয় কুমার সরকার জানান গ্রেফতারকৃত সকল আসামীদের কে বিজ্ঞ আদালতে পেরন করা হয়েছে।

আরও খবর

Sponsered content