অপরাধ-আইন-আদালত

অপহরণের ১৭ দিন পর ঢাকা থেকে ছাত্রীকে উদ্ধার

  প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২২ , ২:২৭:০৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।আগৈলঝাড়ায় মাদরাসা ছাত্রীকে অপহরণের ১৭ দিন পর ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মামলার তদন্তকারী অফিসার মো. আলী হোসেন জানান, আগৈলঝাড়া উপজেলার গৈলা মাদ্রাসার এক ছাত্রীকে মাদ্রাসার সামনের রাস্তা থেকে গত ২৮ সেপ্টেম্বর অপহরণ করে গৌরনদী উপজেলার বার্থী (বাঘমারা) গ্রামের সালেক হাওলাদারের ছেলে সাঈদ হাওলাদার (২২) ও তার সঙ্গিরা। এঘটনায় ১১ সেপ্টেম্বর থানায় অপহরণ মামলা দায়ের হয়, নং-৬।

ওই মামলায় বুধবার রাতে এসআই আলী হোসেন ঢাকার লালবাগ থানা এলাকা থেকে অভিযান চালিয়ে অপহরণকারী সাঈদকে গ্রেফতার করে এবং অপহৃতা ছাত্রীকে উদ্ধার করে আগৈলঝাড়া থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত বরিশাল আদালতে এবং ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content