প্রতিনিধি ৭ আগস্ট ২০২৪ , ১০:৫৪:২৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশ পরিচালনার জন্য গঠিত হতে যাওয়া অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করে অন্তবর্তীকালীন সরকারের রুপরেখা দিয়েছে বৈষম্যবিরীধী ছাত্র আন্দোলন।
যারা থাকছেন তালিকায়-ড. মুহাম্মদ ইউনূস (প্রধান উপদেষ্টা),ড. বদিউল আলম মজুমদার,মতিউর রহমান চৌধুরী,(মানবজমিন),ড. আসিফ নজরুল,ড. সলিমুল্লাহ খান,ব্রি. জেনারেল ড. সাখাওয়াত হোসেন,মেজর জেনারেল মুনিরুজ্জামান,আলোকচিত্র শিল্পী শহিদুল আলম,সৈয়দা রেজওয়ানা হাসান,ডা. পিনাকী ভট্রাচার্য,ড. দেবপ্রিয় ভট্রাচার্য,প্রজেশ চাকমা।
এছাড়াও তাদের দেওয়া প্রস্তাবে যা রয়েছে-
(১). জনগণের ভোটে নির্বাচিত সরকারের মেয়াদ ৩-৬ বছর (সর্বোচ্চ)।
(২). মেয়াদ শেষের ৩ মাস আগে নির্বাচনের ব্যাবস্থা করা।
(৩). পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে আজ (৬ আগষ্ট) বিকেলের মধ্যেই সরকার গঠন।
(৪). প্রধান বিচারপতির অপসারণ/পদত্যাগ এবং দলবাজ বিচারপতিদের অপসারণ।
(৫). আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন প্রধানদের অবসরে পাঠানো (তিন বাহিনী বাদে)
(৬). নির্বাচন কমিশন পূর্ণগঠন।
(৭). সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যাবস্থাপনা বাতিল।
(৮). সরকারের সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল।
(৯). ছাত্র-নাগরিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তী নিশ্চিত, নিহত ও আহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান।
(১০). জুলাই মাসকে জাতীয় শোকের মাস ঘোষনা।
(১১). বিগত ১৫ বছরে দূর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনা,শ্বেতপত্র প্রকাশ।
(১২). দূনীতি দমন কমিশন পুনর্গঠন।