জাতীয়

অতিরিক্ত পুলিশ সুপার পদের ৭ জনকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি

  প্রতিনিধি ৮ মে ২০২৪ , ৫:৩৩:০০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদের ৭ জনকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার (৮ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা হতে উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত ৭ কর্মকর্তা হলেন-দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুমিনুল করিম,সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আমিনুল ইসলাম,পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামান,চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কবির আহম্মেদ,মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব,পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম ও পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. সুফি উল্লাহ।

প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র প্রেরণ করতে বলা হয়েছে।

বিমানবন্দর থেকেই ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার
এ ছাড়া জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আরও খবর

Sponsered content